প্রকাশিত : ১ জুন, ২০২২ ২১:৫৬

পার্বতীপুর রেলওয়ে জংশনে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনের অপারেশনাল স্টপেজ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুর রেলওয়ে জংশনে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনের অপারেশনাল স্টপেজ

ঢাকা ক্যান্টনমেন্ট-নিউ জলপাইগুড়ি-ঢাকা ক্যান্টনমেন্ট রুটে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনের শুভ অভিষেক যাত্রা বুধবার (১ জুন) শুরু হয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনটির আপারেশনাল স্টপেজ ছিল পার্বতীপুর রেলওয়ে জংশনে।

বুধবার বিকেল ৪ টা ৫ মিনিট থেকে ৪ টা ১৫ মিনিট পর্যন্ত মিতালী এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মে অবস্থান কালীন সময়ে ট্রেনের চালক-পরিচালক-কর্মকর্তা-কর্মচারী ও সন্মানিত যাত্রীদের মিষ্টি খাইয়ে ও ফুল দিয়ে সন্মাননা জানান পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন সহ আরো অনেকে।   

দীর্ঘ ৫৭ বছর পর হলদিবাড়ি-চিলাহাটি রেলওয়ে  সেকশনে প্রথম যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস চালু হলো। দু'দেশের মাননীয় রেলমন্ত্রী এ ট্রেনটির পুনঃ উদ্বোধন করেন।এর পূর্ব ২৭ মার্চ ২০২১ দু'দেশের মাননীয় প্রধানমন্ত্রী ট্রেনটির উদ্বোধন করেন। যাত্রার প্রথম দিনে ১৮ জন যাত্রী নিয়ে ট্রেনটি বাংলাদেশে প্রবেশ করে। অচিরেই এ সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ট্রেনটি শুধু যাত্রীই পরিবহন করবে না, দু'দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রেলওয়ে পশ্চিম অঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার।

উপরে