প্রকাশিত : ৩ জুন, ২০২২ ২০:৫৪
বগুড়ায় যুবসমাবেশে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন

বাংলাদেশ শ্রীলংকা হওয়ার বিএনপির দু:স্বপ্ন কখনও পূরন হবে না

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ শ্রীলংকা হওয়ার বিএনপির দু:স্বপ্ন কখনও পূরন হবে না

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সার্বিক কল্যানে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। একারনে সকল ক্ষেত্রে উন্নয়নের মধ্য দিয়ে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ ও বগুড়াকে কখনও আলাদা করে দেখেন না। তিনি গোপালগঞ্জে যেমন উন্নয়ন করছেন তেমনি বগুড়ারও উন্নয়ন করছেন।

সারাদেশের ন্যায় বগুড়াতেও রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ফোরলেনের কাজ এগিয়ে চলছে, এতে উত্তরাঞ্চলের মানুষ সহজেই ঢাকায় যেতে পারবে। বগুড়ার গ্রামীন রাস্তাঘাট উন্নয়ন সহ গুরুত্বপূর্ন সড়ক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছেন। শীঘ্রই এসব কাজ দৃশ্যমান হবে। তিনি বলেন, সরকারের উন্নয়ন দেখে বিএনপি দিশেহারা। তারা অপপ্রচারে লিপ্ত। তারা পদ্মা সেতু নিয়ে নানা মিথ্যাচার করছে। পদ্মা সেতু বন্ধ করতে অনেক অপচেস্টা করেছে। দেশের টাকায় পদ্মা সেতু নির্মান হয়েছে। পদ্মা সেতুতে কোন অনিয়ম দূর্নীতি হয়নি। পদ্মা সেতু আমাদের মান মর্যাদার প্রতিক।

শুধু পদ্মা সেতু নয় মেগা প্রজেক্টগুলোতে আমাদের বিনিয়োগ ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ৯০ ভাগ স্কুল কলেজ ভবন নির্মান শেষ। সকল জেলায় ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালগুলোর কাজ সম্পন্ন হওয়ার পথে। শতভাগ বিদ্যুৎ পৌছে গেছে। অর্থনৈতিক জোনের কাজ এগিয়ে চলছে, আগামী ১০ বছরে সেখানে ২০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে শ্রীলংকা নিচে নেমে গেছে। তাই বাংলাদেশ কখনও শ্রীলংকা হবে না। বাংলাদেশ শ্রীলংকা হওয়ার বিএনপির দু:স্বপ্ন কখনও পূরন হবে না। কারন আমাদের নেত্রী সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশপ্রেমিক, বিচক্ষন, প্রাজ্ঞ নেত্রী। বঙ্গবন্ধু কন্যা মানুষের কথা শোনের, মানুষের ভাষা বোঝেন। মানুষের কল্যানেই কাজ করছেন।

একারনে বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে উন্নয়ন অগ্রগতির যাত্রা কেউ স্তব্ধ করতে পারবে না। যেকোন চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলায় দেশপ্রেমিক যুবসমাজকে সদা জাগ্রত থাকতে হবে। 

তিনি শুক্রবার বিকেলে বগুড়া জেলা যুবলীগের আয়োজনে বিএনপি-জামাত জোটের অপরাজনীতির প্রতিবাদে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। তিনি বলেন, বিএনপি মানেই সন্ত্রাস, জঙ্গীবাদ ও মৌলবাদের প্রশ্রয়দাতা। সাধারণ মানুষের সাথে প্রতারনাকারী দল। তারা মানুষের দৃষ্টি নিজেদের দিকে নিতে পাগলের প্রলাপ বকছে। এদের অপতৎপরতা রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায়  সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদ প্রশাসক ডা: মকবুল হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, এডভোকেট মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া পৌর আওয়ামীলীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রাজু আহম্মেদ, কেন্দ্রিয় সদস্য আলী হাসান সিদ্দিকী মিলন, মোবাশ্বের হোসেন স্বরাজ, আতিকুর রহমান।

যুব সমাবেশে জেলা যুবলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা দলে দলে যোগ দিয়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জনস্রোতে পরিণত করেন।

 

উপরে