পোরশায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নওগাঁর পোরশায় আওয়ামী যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার নিতপুর দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, দপ্তর সম্পাদক কাজিবুল ইসলাম, নিতপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাফিজুল হক প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :