প্রকাশিত : ৪ জুন, ২০২২ ২২:১০

শাজাহানপুরে দুই অটো রাইস মিলে জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
শাজাহানপুরে দুই অটো রাইস মিলে জরিমানা

বগুড়ার শাজাহানপুরে ধান সংরক্ষণের নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অবৈধভাবে মজুত এবং লাইসেন্স শর্ত ভংগ করে প্লাস্টিকের ব্যাগে চাল বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে পৃথক অভিযান দুই চালকল মালিককে জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার নয়মাইলে আতাহার আলী অটো রাইস এবং ওমরদিঘী নর্দান অটো রাইস মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আতাহার আলী অটো রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করে  প্লাস্টিকের ব্যাগে চাল বাজারজাতকরণ এবং  লাইসেন্স শর্ত ভংগ করায় ৭৫০০০ টাকা এবং নর্দান অটো রাইস মিলে সংরক্ষণের নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ধান গুদামে রাখায় ১০০০০০ টাকা সর্বমোট ১৭৫০০০ (এক লক্ষ পঁচাত্তর হাজার) টাকা জরিমানা করা হয়।  

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনির হোসেন, খাদ্য পরিদর্শক আতিকুর রহমান,থানার এএস আই হালিম সঙ্গীয় ফোর্স সহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপরে