প্রকাশিত : ৫ জুন, ২০২২ ২২:২৮

শাজাহানপুরে বিশ্ব পরিবেশ দিবসে নদীরক্ষায় প্রশাসন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
শাজাহানপুরে বিশ্ব পরিবেশ দিবসে নদীরক্ষায় প্রশাসন
বগুড়ার জেলার  মাঝখান দিয়ে প্রবাহিত উত্তরাঞ্চলের অন্যতম প্রধান নদী করতোয়া এখন মৃতপ্রায়।একসময় এ নদীর তীরেই প্রাচীন নগরী পুণ্ড্রবর্ধনের রাজধানী (বর্তমান মহাস্থানগড়) গড়ে উঠেছিল।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা ‘পাউবো’র পরিচিতিতে উত্তর-পশ্চিমাঞ্চলের ১৩ নম্বর নদী করতোয়া।
 
খরস্রোতা করতোয়া নদীতে দখল,দূষণ সহ ময়লা আবর্জনা নিক্ষেপে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
 
এ অবস্থায় নদীরক্ষায় নদীতে ময়লা আবর্জনা না ফেলতে সাধারণ মানুষকে সচেতন করতে অবশেষে উদ্যোগ নিয়েছে বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসন।
 
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  "নদীতে আবর্জনা নিক্ষেপ শাস্তিযোগ্য আপরাধ" লেখা সম্বলিত  জনসচেতনতামূলক সাইনবোর্ড টাঙিয়েছে।
 
রবিবার  দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাঝিড়া-দুবলাগাড়ী করতোয়া ব্রিজ পাশে এ  সাইনবোর্ড দেওয়া হয়।  
 
এ সময় আইন ভঙ্গ করে নদীতে আবর্জনা নিক্ষেপ শাস্তি বিষয় সহ দ্রুত মাঝিড়া ব্রিজ  ময়লা আবর্জনা অপসারণ করে সৌন্দর্য বর্ধনে নানা পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ। 
 
এ সময় মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান  সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপরে