প্রকাশিত : ৬ জুন, ২০২২ ২০:২৯

রাণীনগর ও আত্রাইয়ে পালিত হলো যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
রাণীনগর ও আত্রাইয়ে পালিত হলো যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী
নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে রাণীনগর প্রেস ক্লাব হলরুমে এই আয়োজন করা হয়।
 
এদিন শুরুতেই এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।এর পর যায়যায়দিন পত্রিকার রাণীনগর প্রতিনিধি মো: শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চোরম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন,রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান ফরদিা পারভিন, একডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান আলী,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম।
 
এছাড়া অনুষ্ঠানে আট ইউনিয়নের চেয়ারম্যান,মহিলা মেম্বার,মেম্বার,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গনমাধ্যমকর্মীরা উপস্থি ছিলেন  অপর দিকে একই আয়োজনে নওগাঁর আত্রাই উপজেলায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে আত্রাই উপজেলা প্রতিনিধি মো: ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপসিস্থত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম,আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদসহ স্থানীয় গন্যমান্য,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন
উপরে