শিবগঞ্জ পৌর আওয়ামীগ কার্যালয়ের উদ্বোধন
বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগ শিবগঞ্জ পৌরসভা শাখা কার্যালয় উদ্বোধন করা হয়।
বুধবার পৌর এলাকার পানির ট্যাংক এলাকায় মহাস্থান-শিবগঞ্জ সড়কের তৃণমূল ভবন সংলগ্ন হক প্লাজায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌরসভা মেয়র তৌহিদুর রহমান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম, এমদাদুল হক এমদাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজু, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজুল ইসলাম, রেজাউল করিম সানা, আজিজুল ভেন্ডার, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মোল্লা, পৌর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক রাসেল আহম্মেদ, পৌর আওয়ামীলী নেতা ওমর ফারুক রনি, উপজেলা কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর আলম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সহ-সভাপতি শাহিন শাহ মন্ডল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা আবু রায়হান, আরমান হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল জলিল, সাধারল সম্পাদক মাসুদ রানা, প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :