প্রকাশিত : ৯ জুন, ২০২২ ১৯:৫৯

বিরামপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক প্রশিক্ষণ

বিরামপুর,(দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক প্রশিক্ষণ
শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায়, সরকারি কর্মকর্তা, পেশাজীবি, পরিবহণ চালক ও সাংবাদিকদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও আলোচনা সভা করা হয়েছে।
 
পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বুধবার বিকেলে বিরামপুর উপজেলা অডিটরিয়ামে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। এতে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হুমায়ন কবীর।
 
বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, এম, আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোমেনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালের পরিচালক খাইয়েল স্কর্ট প্রমূখ। 
উপরে