প্রকাশিত : ১১ জুন, ২০২২ ২২:৫৯

বগুড়ায় পুলিশ সদস্যদের অংশগ্রহণে ব্যতিক্রমী মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় পুলিশ সদস্যদের অংশগ্রহণে ব্যতিক্রমী মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে শনিবার দুপুরে পুলিশ লাইন্সের ড্রিল চত্বরে ব্যতিক্রমী মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, ডাব, তরমুজ, লটকন, জামরুল, দেশী খেজুর, আনারস, কলা, করমচা, তালের শাঁস, বাঙি,  কামরাঙা সহ  ২৬ রকমের মৌসুমি ফল ছিল উৎসবে। দেশীয় এইসব ফলের সাথে ভিন্নভাবে পরিচিত হয়েছে পুলিশ সদস্যদের সন্তানরাসহ অংশগ্রহণকারী নতুন প্রজন্মের সকলে।
 
ব্যতিক্রমী এই আয়োজনের নেতৃত্বে থাকা বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তীর্ বিপিএম বলেন, আমাদের দেশকে ভালবাসতে হবে। দেশীয় ফলকে চিনতে হবে। বাড়ির সন্তানদের দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। আমাদের দেশীয় সংস্কৃতিকে ভালবাসতে হবে। এছাড়াও দেশীয় ফল খাওয়ার মাধ্যমে যেমন আমরা নিজেরা পুষ্টিগুণ লাভ করবো তেমনি দেশের অর্থ দেশেই থাকবে যাতে উপকৃত হবে দেশের কৃষকরা। 
 
ব্যতিক্রমী এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন সিআইডি বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ কাউছার শিকদার, পিবিআই বগুড়ার পুলিশ সুপার আকরাম হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু এবং জেলা পুলিশ বগুড়ার সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ।
উপরে