প্রকাশিত : ১২ জুন, ২০২২ ১৮:৫৯

বগুড়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক
বগুড়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচি উপলক্ষে বগুড়ায় রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রোববার জেলার তিনটি উপজেলা, বগুড়া সদর, সারিাকান্দি ও দুপচাঁচিয়ায় এই কার্যক্রমের কাজ শুরু  হয়েছে।
 
রোববার বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলার মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়। সদরে শহরের সেন্ট্রাল হাইস্কুলে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
 
দিকে নতুন ভোটার হতে এ কেন্দ্রে তরুণদের দীর্ঘ লাইন দেখা গেছে। 
 
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এসএম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সমর কুমার পাল, বগুড়ার পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখ বক্তব্য রাখেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২৪ জুলাই পর্যন্ত পৌরসভার ২১টি ওয়ার্ডে এবং ২১ আগষ্ট পর্যন্ত সদরের ইউনিয়নগুলোতে এ কার্যক্রম চলবে। এর আগে ২০ মে থেকে ৯ জুন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। 
উপরে