মেরী সমাজ কল্যাণ সংস্থার বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন ও আলোচনা সভা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য ‘একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ বাস্তবায়নের আলোকে রোববার দুপুরে বগুড়া জিরো পয়েন্ট সাতমাথায় মেরী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও এলআরডি এর সহযোগিতায় মানববন্ধন এবং আলোচনা সভা করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মোছা. মেহেরুন নেছা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবীকে রক্ষা করতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। কারণ বৃক্ষ নেই তো প্রাণের অস্তিত্ব নেই, পৃথিবী যেন এক মহাশ্মশাণ। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে সব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। বৃক্ষরোপন একটা সদকাজারিয়ার ন্যায় মহৎ কাজ। একটা বৃক্ষ রোপন করলে এর ফল-ফুল ছায়া, শোভা, কাঠ ইত্যাদির কথা বিবেচনা করলে এর মধ্যে আনন্দের ছোয়া পাওয়া যায়। আমাদের সকলেরই মূলমন্ত্র এটাই হওয়া উচিৎ লাগাবো বৃক্ষ তাড়াবো দুঃখ, চলো যাই গাছ লাগাই না হয় জীবন রক্ষা নাই।
তিনি আরো বলেন, পরিবেশ সুরক্ষায় এবং ক্রমবর্ধমান দূষন রোধে বণভূমি ও জীববৈচিত্র সংরক্ষণ করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি মাটি, পানি ও বায়ুর ওপর দূষণের চাপ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদনে পানি সরবরাহ নিশ্চিত, উর্বর কৃষি জমি সুরক্ষা, নিরাপদ পানি ও জলের নিশ্চয়তাসহ পরিবেশ সম্মত নদী-খাল ও জলাধার রক্ষায় স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। নদী ও খালে শিল্পবর্জ্য ফেলা বন্ধ করার পাশাপাশি কৃষি জমিতে ইটভাটা স্থাপনের অনুমোদন বন্ধ করতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা আজাহার আলী, জেলা যুবলীগ নেতা সুরজিৎ ঘোষসহ প্রমুখ।
মানববন্ধন ও আলোচনা সভায় শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

প্রেস বিজ্ঞপ্তি