প্রকাশিত : ১২ জুন, ২০২২ ১৯:৩০

শিবগঞ্জে কামতারা বাকড়া ব্রীজ সড়কের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ
শিবগঞ্জে কামতারা বাকড়া ব্রীজ সড়কের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রাচীনতম সড়ক বগুড়া নামাজগড় থেকে  জয়পুর হাট হয়ে দিনাজপুর পর্যন্ত সর্ব প্রকার যানবাহন চলাচল করত। সড়কটি পুরাতন দিনাজপুর সড়ক নামে পরিচিত ছিল। কালের বিবর্তনে মোকামতলা থেকে হিলি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক নির্মাণ হওয়ায় সড়কটির গুরুত্ব দিন দিন হ্রাস পেতে থেকে কিন্তু বর্তমান সরকারের সময়ে ঢাকা রংপুর মহাসড়কের পাশর্^ রাস্তা বারপুর থেকে জয়পুরহাট জেলার বর্টতলী পর্যন্ত সড়কটি সড়ক ও জনপথের আওতায় আনা হয়।

এই সড়কটি আঞ্চলিক মহাসড়ক হিসাবে প্রধান্য পাওয়ায় শিবগঞ্জ উপজেলার  কানতারা ত্রিমহনী হইতে পিরব পর্যন্ত সড়কটি সড়ক ও জনপথ বিভাগের আওতায় সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ৭ কোটি টাকা ব্যয়ে সড়কটির জামুর হাট থেকে পিরব পর্যন্ত ১৫শত মিটার সংস্কার কাজ পরিচালনা করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান এমদাদুল হক। সড়কটি সড়ক ও জনপথের আওতায় নির্মাণ কাজটি পরিদর্শন করেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জমান। কাজটি তদরকি করছেন সহকারি প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ মোঃ শামীম উদ্দিন। সরকারি বিধি মোতাবেক নির্মান কাজ পরিচালনা হওয়ায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী  সন্তোষ প্রকাশ করেন। সড়কটি সংস্কারের ফলে এলাকার জনসাধারণের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে। দীর্ঘদিন সড়কটি খানাখন্দকে ভরা ছিল। সাধারণ জন সাধারন সহ এলাকার স্কুল, কলেজ এর শিক্ষার্থী, এলাকার মমূর্ষ জরুরী স্বাস্থ্য সেবা গ্রহনকারী রোগীদের মৃত্যুর ঝুকি নিয়ে চলাচল করতে হতো। এছাড়াও এলাকার কৃষকরা তাদের উৎপন্ন কৃষিপণ্য বেচাকেনায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে আসছিল। সড়কটি সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে যাওয়ায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

 

উপরে