রাণীনগরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে গাঁজাসহ ময়নুল হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। রোববার রাতে উপজেলার কুজাইল বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ময়নুল উপজেলার কুজাইল গ্রামের আব্দুর রহিমের ছেলে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার কুজাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাজারে ময়নুলকে তল্লাশী করে তার নিকট থেকে ৩০গ্রাম গাাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :