পঞ্চগড়ে ক্যান্সার ও কোভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে আবির্ভূত ও নব আবিভূত রোগ যেমন ক্যান্সার ও কোভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেল্থ এডুকেশন এন্ড প্রমোশনের অর্থায়নে এবং আজমীর ইন্টারন্যাশনালের সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ ওই সভার আয়োজন করে।
মঙ্গলবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান। এসময় বক্তব্য দেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা অফিসার জিয়া উদ্দিন প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জন প্রতিনিধি, ধর্মীয় নেতাসহ ৪০ জন প্রতিনিধি অংশ নেন।

পঞ্চগড় প্রতিনিধি