প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ২২:০২

সৈয়দপুরে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নীলফামারীর সৈয়দপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায়  সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে অসহায় দুস্থ নারীদের মাঝে ওই সেলাইমেশিনগুলো বিতরণ করা হয়।

সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দুস্থ নারীদের হাতে ওই সেলাই মেশিনগুলো তুলে দেন।

এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মোছা, সানিজিদা বেগম লাকী জানান,  উপজেলার অসহায় দুস্থ ও গরীর পরিবারের নারীদের স্বাবলম্বী করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই  মেশিন প্রদান করা হয়। উপজেলা পাঁচটি কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নের ৩৫টি  সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এর আগে উপজেলা  নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

উপরে