প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ২২:১০

বিশ্বমানের শীতল পানীয় জুস পরিবেশনে আকবরিয়া কুল ওয়ার্ল্ড

প্রেস বিজ্ঞপ্তি
বিশ্বমানের শীতল পানীয় জুস পরিবেশনে আকবরিয়া কুল ওয়ার্ল্ড

বিশ্বমানের শীতল পানীয় জুস পরিবেশনে আকবরিয়া কুল ওয়ার্ল্ড। বগুড়া শহরের কবি কাজী নজরুল ইসলাম সড়কে নিত্য নতুনত্ব নিয়ে এসেছে আকবরিয়া। একদম মনোরম পরিবেশে আকবরিয়া কুল ওয়ার্ল্ড এ পাবেন বিশে^র সকল ঠান্ডা পানীয় জুস। আপনার মনকে সতেজ করে চাঙ্গা রাখতে এ আয়োজন করেছে আকবরিয়া।

জানা যায়, তীব্র গরমে ঘাম বসে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত ঘামের কারণে অনেকে পানিশূন্যতায়ও দুর্বল হয়ে পড়েন। ফলের রস গরমে শরীর চাঙ্গা রাখে, শক্তি দেয়, সতেজ করে।  এছাড়া শুধু তৃষ্ণা মিটলেই তো চলবে না, গরমে এমন খাবার খেতে হবে যা শরীরও ঠান্ডা রাখবে আবার খাবার হজমও হবে সহজে। এ বিষয়গুলোকে মাথায় রেখে আঙ্গুর, স্ট্রবেরি, বেদেনা, মিক্সড ফ্রুট, কমলা, এ্যাপেল, মাল্টা, জাম, কদবেল, তরমুজ, আনারস, কাঁচা আম. কামরাঙ্গা, ব্লু-ডিংক, জলপাই, গাজর, বেল, পেঁপে, তেতুল, লেমোনেড সহ হরেক রকমের জুসের আয়োজন করেছে আকবরিয়া কুল ওয়ার্ল্ড। ফলের জুস অনেকের খুবই পছন্দ। কিন্তু প্রতিদিন তো বাসায় ফলের জুস তৈরি করা সম্ভব হয় না। পছন্দের জুস পেতে পারেন হাতের নাগালে। ঘর হতে বেড়িয়ে শহরে এসে সপরিবারে, বন্ধু ও স্বজনদের নিয়ে আকবরিয়া কুল ওয়ার্ল্ডে চাহিদার প্রত্যাশা মেটাতে পারেন।  ফলের জুসে থাকা পুষ্টি উপাদান শরীরে প্রয়োজনীয় শক্তির জোগান দেয়। এতে গরমে শরীর ভালো থাকে। 

নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এ ছাড়াও, ফল আমাদের ত্বক ও চুল সুন্দর রাখতে সাহায্য করে। ফলে ভিটামিন সি, এ, ক্যালসিয়াম, পটাশিয়াম, মিনারেল ও ফাইটোক্যামিকেল উপাদান থাকে, যা রক্তচাপ ও কোলেস্টেরল কমায়। সুস্থ জীবন গঠনে মানসিক প্রশান্তির দিক বিবেচনা করে এমন মহতী উদ্যোগের কথা জানালেন আকবরিয়া লিমিটেড-এর চেয়ারম্যান হাসান আলী আলাল। 

বিভিন্ন স্বাদের পানীয় খাবার আপনার মন ভরিয়ে দেবে। পরিবেশনে থাকছে নান্দনিকতা। দামও থাকছে হাতের নাগালে। 

 

উপরে