প্রকাশিত : ১৫ জুন, ২০২২ ১৮:৩৬

পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে এক শিশুকে ভিটামিন ক্যাপসুল খাইয়ে ক্যম্পেইন উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান।

এসময় পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শরীফ আফজাল, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ লাবুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে পঞ্চগড় জেলায় ১ লাখ ৫৫ হাজার ০১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার পাঁচ উপজেলা এক পৌরসভায় এক হাজার ৭৭টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৭৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৩৭ হাজার ২৫১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সফল করতে জেলায় এক হাজার ৭৭ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দুই হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।

 

উপরে