প্রকাশিত : ১৫ জুন, ২০২২ ১৮:৪৯

বিরামপুরে ঝরে পড়া শিশু বিষয়ে অবহিত করণ কর্মশালা

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা ॥
বিরামপুরে ঝরে পড়া শিশু বিষয়ে অবহিত করণ কর্মশালা
ঝরে পড়া শিশুদের শিক্ষা প্রকল্প বাস্তবায়ন বিষয়ে বুধবার (১৫ জুন) বিরামপুর উপজেলা অডিটরিয়ামে অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বাস্তবায়নাধিন এই কর্মশালার আয়োজন করে প্রত্যাশা বাংলাদেশ নামের একটি এনজিও।
 
উপজেলা অডিটরিয়ামে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।  এই কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, বিরামপুর প্রেসকা¬বে সভাপতি মো আকরাম হোসেন থানার ওসি সুমন কুমার মহন্ত, কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: এআরএম আল মামুন, মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের সহকারী পরিচালক পারভেজ কবীর খান, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন প্রমূখ।
উপরে