প্রকাশিত : ১৫ জুন, ২০২২ ১৯:০৬

শিক্ষকরা শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিয়ে সফলতার পথে পরিচালিত করে- এসপি সুদীপ

প্রেস বিজ্ঞপ্তি
শিক্ষকরা শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিয়ে সফলতার পথে পরিচালিত করে- এসপি সুদীপ
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বুধবার বিকেলে প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
 
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেন, মেধার বিকাশ ঘটাতে হবে। শুধু পরীক্ষায় ভাল করলে হবে না। নিজেকে মানুষ হিসেবে তৈরি করতে হবে। নিজের কাজের মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হয় মানুষকে। আজ তোমাদের আনন্দের দিন। তোমার বিদায় অশ্রæসিক্ত নয়, আনন্দঘন হোক।  বিদায় অনুষ্ঠান আনন্দের সাথে উপভোগ করতে হবে। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তোমাদের আনন্দঘন সম্পর্ক সবসময় বিরাজ করবে। আমাদের সবাইকে ভাবতে হবে, এই দেশকে এগিয়ে নিতে হবে। সমাজকে এগিয়ে নিতে হবে। দেশপ্রেমিক হয়ে উঠতে হবে। আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা ভাবতে হবে। আমাদের কৃষ্টি-সংস্কৃতিকে সম্মান জানাতে হবে। বাবা মায়ের থেকে শিক্ষকরা তোমার জীবনে সবচেয়ে বড় ভুমিকা পালন করেছেন। তাই সকলকে শিক্ষকের দেখানো পথ অনুসরণ করতে হবে। কারণ তারা তোমাদের সবার আগে ভাল মন্দের বিচার করতে শিখিয়েছেন। দেখিয়েছেন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠার পাথেয়। শিক্ষকরা জীবনের পথ গঠনে দিক নির্দেশনা দেয়। যে দিকনির্দেশনা মেনে পথ চলে, সে সফল হয়ে সমাজের, দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করে। তাই মনে রাখতে হবে শিক্ষকরা শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিয়ে সফলতার পথে পরিচালিত করে।
 
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহিদুল আলম, সিনিয়র শিক্ষক ফেরদৌস আলম, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি আনজুয়ারা খাতুন, কলেজ শাখার ইনচার্জ মোঃ রাই-ইয়ান ওমর, প্রাথমিক শাখার ইনচার্জ মিতা শারমিন, সহকারী শিক্ষক আব্দুল করিম, এনামুল জাহিদ তিতাস, মাসুকুর রহমান সুরুজ, রিপন কুমার সরকার সহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি ২০২২ ব্যাচে তিন বিভাগ থেকে ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। সহকারী শিক্ষক আলিম আমিনের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক খ.ম মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলেদেন এবং শিক্ষার্থীদের সাথে বিদায় সংবর্ধনা কেক কাটেন।
উপরে