প্রকাশিত : ১৬ জুন, ২০২২ ২০:১১

বগুড়ায় সংক্রামন ব্যধি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় সংক্রামন ব্যধি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় সংক্রামণ ব্যধি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সামির হোসেন মিশু।

কর্মশালায় মুল প্রবন্ধ পাঠ করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহনাজ পারভিন। মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদল আলম নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশীষ কুমার রায়, ইমাম মোঃ আব্দুল হান্নান। উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তীসহ সাংবাদিক, সমাজসেবক, জনপ্রতিনিধি, ইমাম, স্বাস্থ্য কর্মকর্তা, কমিউনিটি পর্যায়ের স্বাস্থ্যকর্মীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার রায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুারো, স্বাস্থ্য অধিদপ্তর এর লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর আয়োজনে এবং বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় বলা হয়, ম্যালেরিয়া, কালাজ¦র, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়াসহ এমন ধরণের ব্যধি যেন সহজে না ছড়ায় সে কারণে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে। মশা, মাছি থেকে আমাদরে সাবধান থাকতে হবে। অপরিচ্ছন্ন পরিবেশ যেন না থাকে সে কারণে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। সংক্রামন ব্যধি যেন সহজে না ছাড়ায় সে বিষয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। 

উপরে