রাণীনগরে ৫শ’গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে ৫০০গ্রাম গাঁজাসহ তৌহিদুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব বালুভরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তৌহিদুল বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতনি কামার পাড়া গ্রামের মৃত শরিফ উদ্দীনের ছেলে।
রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান,মাদক বিরোধী অভিযান চলছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পূর্ব বালূভরা এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তৌহিদুলকে ৫০০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :