প্রকাশিত : ১৭ জুন, ২০২২ ১২:৫২

সৈয়দপুরে বীরমুক্তিযোদ্ধা জমির উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে বীরমুক্তিযোদ্ধা জমির উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নীলফামারীর সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা জমির উদ্দিন  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। 

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর বারটায় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।  গতকালই বাদ আছর   সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সবুজ সংঘ মাঠে তাঁর  জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

মরহুমের জানাজার নামাজের আগে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার (ভূমি) মো. মাহ্মুদুল হাসান বীরমুক্তিযোদ্ধা জমির উদ্দিনের কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে দেন। পরে তাকে গার্ড অফ অনার দেয়া হয়। নীলফামারী জেলা পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করেন। 

তাঁর মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলাল আহমেদ, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবির, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু,  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার সভাপতি মহসিন মন্ডল মিঠু প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

 

উপরে