প্রকাশিত : ১৭ জুন, ২০২২ ১৪:০০

নির্বাচনী দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

অনলাইন ডেস্ক
নির্বাচনী দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

চট্টগ্রামের কর্ণফুলীতে ইউপি নির্বাচনের দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রমজান আলী খুন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রমজান আলী একই এলাকার বাদশা ফকির বাড়ির বাদশা ফকিরের ছেলে। কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বার্তা২৪'কে বলেন, কর্ণফুলী থেকে ছুরিকাঘাতে আহত এক ব্যাক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে সেখানে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানী বাসিন্দা সাইদ হোসেন ইমন জানান, বুধবারের নির্বাচনে রমজান ৭ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ ইসহাকের হয়ে কাজ করেছিলেন। এর কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদুল হকের লোকজন তার উপর ক্ষিপ্ত ছিল। নির্বাচনে সাইদুল হক বিজয়ী হন। নির্বাচন চলে গেলেও মনে মধ্যে ক্ষোভ ছিলো। পরে আজ সন্ধ্যার পর রমজান বাড়ি থেকে বের হয়ে স্থানীয় দোকানে গেলে তাকে একা পেয়ে সাইদুল হকের লোকজন ছুরিকাঘাত করেন। এতে রমজান গুরুতর আহত হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, আমরা পৌনে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে এটা নির্বাচন সংক্রান্ত ঝামেলা বলে জানতে পেরেছি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

 

উপরে