প্রকাশিত : ১৮ জুন, ২০২২ ১৬:০৫

বিএফইউজে’র ৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক
বিএফইউজে’র ৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

শনিবার রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএফইউজে’র নেতৃবৃন্দরা। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ।

এদিন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও বিএফইউজে’র সহ-সভাপতি মাহমুদুল আলম নয়ন, বিএফইউজে’র নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জেএস রউফ, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকরসহ বিএফইউজে’র অন্যান্য নেতৃবৃন্দরা।

বিএফইউজে’র ৮ দফা দাবিগুলো হলোঃ

১। গণমাধ্যমকর্মী (চাকরী শর্তাবলী) আইন দ্রুত পাস করতে হবে।
২। নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন করতে হবে।
৩। সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র দিতে হবে।
৳। জাতীয় সম্প্রচার আইন দ্রুত প্রণয়ন করতে হবে।
৫। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে।
৬। সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে।
৭। ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা/পেনশন চালু করতে হবে।
৮। সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করতে হবে।

উপরে