সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রায় ১০ ঘন্টা অন্ধকারে
শনিবার নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কেন্দ্রীয় বৈদ্যূতিক সংযোগের তাঁর চুরি যাওয়ায় প্রায় ১০ ঘন্টা অন্ধকারে ছিল। এতে করে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হয়েছে। আর চিকিৎসা জন্য হাসপাতালের বিভিন্ন বিভাগে ভর্তি থাকা নানা বয়সী রোগীরা তীব্র গরমে চরম দূর্ভোগ পোহাতে হয়।
নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ভৌগলিক অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ হাসপাতালটিতে শুধুমাত্র সৈয়দপুর উপজেলা মানুষই চিকিৎসা সেবা ানিতে আসেন না। সৈয়দপুরের পার্শ্ববতী রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ, নীলফামারী সদর ও কিশোরগঞ্জ, দিনাজপুরের পাবর্তীপুর, চিরিরন্দর ও খানাসামা উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষও চিকিৎসা সেবার জন্য এ হাসপাতালটিতে আসেন প্রতিনিয়ত।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুন) ভোর রাতে হাসপাতালের কেন্দ্রীয় বৈদ্যূতিক সংযোগের তাঁর চুরি যায়। আর এতে করে পুরো হাসপাতালটি অন্ধাকারাচ্ছন্ন হয়ে পড়ে। এ নিয়ে চতুর্থবারের মতো হাসাপাতালের বৈদ্যূতিক সার্ভিস তার চুরির ঘটনা ঘটলো। গতকাল সকাল সাড়ে ১০ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের জরুরী বিভাগে মোবাইল টর্চ জ্বালিয়ে এক শিশু রোগীর মুখে সেলাই দেয়া হচ্ছে। আর মোমবাতি ও মোবাইল সেটের টর্চ জ্বালিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম চলে হাসপাতালের জরুরী ও বহির্বিভাগে। বিদ্যূৎ না থাকায় অনেক চিকিৎসক অন্ধকারের কারণে গতকাল শনিবার বেলা ১১টার আগেই বহির্বিভাগে রোগীর চিকিৎসা সেবা দেয়া বন্ধ করে দেন। এতে করে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
শনিবার দুপুরে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেন (৫৩) বলেন, এতোগুলো টাকা দিয়ে রিকশা ভ্যানভাড়া দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এলাম। কিন্তু এসে শুনি বিদ্যুৎ (কারেন্ট) না থাকায় হাসপাতাল অন্ধকার। তাই আজ চিকিৎসকরা রোগী দেখছেন না। তাই চিকিৎসাসেবা না পেয়েই বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি।
হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন আতিয়া পারভীন (৩২) বলেন, তিনি গতকাল শুক্রবার বিকেলে এখানে ভর্তি হয়েছেন। কিন্তু গতকাল সারা রাত বিদ্যুৎ না থাকায় গরমে অনেক কষ্টে কেটেছে। হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী বলেন, গতকাল পুরো রাত অন্ধকারে কেটেছে।
স্থানীয় একটি সূত্র জানান, হাসপাতালে নিরাপত্তায় কোন লোকজন না থাকায় প্রায় এ ধরণের ঘটনা ঘটছে। এর আগেও এক্সরে রুমের এসি’র তার চুরি হওয়ায় বন্ধ ছিল এক্সরে কার্যক্রম। এখানে শুধু বৈদ্যুতিক তার চুরিই নয়, রোগীদের মোবাইল ও অন্যান্য জিনিসপত্রও চুরি হচ্ছে হরহামেশা। এর আগে আবাসিক কোয়ার্টার থেকে হাসপাতালের এক তত্ত্বাবধায়কের মূল্যবান মোবাইল সেট চুরি যায়। কিন্তু সে সময় অজ্ঞাত কারণে বিষয়টি চেপে যান তিনি।
সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. মোহাইমিনুল ইসলাম বৈদ্যূতিক সংযোগের তাঁর চুরি যাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, শনিবার বেলা সোয়া একটার দিকে হাসপাতালের বিদ্যূৎ সংযোগ সচল হয়। এ নিয়ে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: