প্রকাশিত : ২১ জুন, ২০২২ ১৫:১২

পঞ্চগড়ে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোরদারকরণ: সমস্যা, সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক এক সেমিনার গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতি ওই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। মূল আলোচক ছিলেন সিভিল সার্জন ডা. রফিকুল হাসান। অন্যান্যের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক আমির হোসেন, জেলা বিএমএর সাধারণ সম্পাদক মনসুর আলম, মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, সমাজসেবার সহকারী পরিচালক মো. মাসুম আলী, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন। 

সভায় হাসপাতাল সমাজসেবা কর্মকতা খায়রুল আলম জানান, এ পর্যন্ত দুই হাজার ৯৫০ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে। ব্যাংকে ১৫ লাখ ১৭ হাজার টাকা জমা রয়েছে। তবে গত বছর বরাদ্ধ ও আয়ের তুলনায় ব্যয় বেশি হয়েছে। স্থানীয়ভাবে আয় বাড়ানোর ওপর গুরত্বারোপ করা হয়। বক্তারা বেশ কিছু সুপারিশমালা প্রনয়ণ করেন। সেমিনারে কমিটির সদস্য, চিকিৎসকসহ ২৫ জন অংশ নেয়। 

 

উপরে