প্রকাশিত : ২১ জুন, ২০২২ ১৫:১৬

ভারতীয় ট্রাকে হিলি বন্দরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
ভারতীয় ট্রাকে হিলি বন্দরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় ভুট্টা বোঝায় ট্রাকে বিপুল পরিমাণে ফেন্সিডিল, মদ ও এ্যাম্পল উদ্ধার করেছে কাস্টমস।

 
সোমবার (২০ জুন) রাত ৮ টায় হিলি স্থলবন্দর অভ্যন্তরে ভারতীয় (WB 23.D 1381) ট্রাকে এসব ভারতীয় মাদক জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম।
 
ডেপুটি কমিশনার কামরুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যার পর গোয়েন্দা সংস্থার গোপন সংবাদে জানতে পারি ভারতীয় ভুট্টা বোঝায় একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদক নিয়ে এই বন্দরে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ভারতীয়  (WB 23. D 1381) ট্রাকে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে ঐট্রাকের ক্যাবিনে অভিনব কায়দায় ভারতীয় ৭৫ বোতল ফেন্সিডিল, মদ অফিসার চয়েস ৬৮ বোতল, নেশা জাতীয় এ্যাম্পল ১৩৬৩ পিচ, মদ রয়েল ১৫ বোতল, মদ ইমপেরিয়াল ব্লু ৪ বোতল, মদ ভটকা ২ বোতল, হিমালিয়ান টিন কুড়ি মদ ৫ বোতল, ব্ল্যান্ডার্স প্রিট মদ ৫ বোতল ও অফিসার চয়েস (বথলী) ৪ বোতল মদ জব্দ করি।
 
তিনি আরও বলেন, জব্দকৃত মাদকের মুল্য ৬০ হাজার ৫৩১ টাকা। এছাড়াও ভুট্টা বোঝায় ট্রাকটি আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
উপরে