প্রকাশিত : ২১ জুন, ২০২২ ২২:২৮

বগুড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

অনলাইন ডেস্ক
বগুড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা
বগুড়ায় যমুনা নদীর পানি বেড়েই চলেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বানভাসী মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। 
 
মঙ্গলবার সারিয়াকান্দি পয়েন্টে বিকেল ৩টার দিকে যমুনার পানি বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান।
 
পাহাড়ী ঢল ও দেশের অভ্যন্তরে প্রবল বর্ষণে যমুনার তীরবর্তী উপজেলা সারিয়াকন্দি, সোনাতলা, ধুনটের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। 
 
জেলার তিনটি উপজেলার প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া।
 
তিনি বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল সারিয়াকান্দি উপজেলাসহ প্রায় সবকটি ইউনিয়ন, ধুনট ও ধুনট উপজেলায় প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানিবন্দি মানুষদের নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অনেকে গরু-ছাগল নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচলাক এনামুল হক জানান, বন্যা কবলিত তিন উপজেলার প্রায় তিন হাজার হেক্টর জমির আউস, পাট, ভূট্টা, বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে। সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমা ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ৬২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যমুনার পানি এখন বিপদসীমার ১৭ দশমিক ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, বন্যা উপদ্রুত অঞ্চলে ৩২টি মেডিকেল টিম পাঠানো হয়েছে। পাঁচটি ভ্যাটেনারী মেডিকেল টিম গঠন করা হয়ছে। ৪৫ মেট্রিক টন চাল, শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
 
জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে। চাল, শুকনা খাবার ও নগদ টাকা মজুদ রয়েছে।
উপরে