প্রকাশিত : ২১ জুন, ২০২২ ২২:৪৬

শিবগঞ্জে মাদক দ্রব্য অপব্যবহার রোধ কল্পে কর্মশালা

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে মাদক দ্রব্য অপব্যবহার রোধ কল্পে কর্মশালা

মাদ্রক নিয়ন্ত্রণ  অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক দ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার উপজেলা পরিষদ শহীদ মুক্তিযোদ্ধা হাফিজার রহমান অডিটোরিয়াম সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, সাংবাদিক, শিক্ষকদের অংশ গ্রহণে কর্মশালায় ১৪টি দলে বিভক্ত হয়ে মাদক দ্রব্য অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি দল বিভিন্ন মতামত মাদক অপব্যবহারে করণীয় এবং এর কুফল নিয়ে প্রতিবেদন গ্রহণ করা হয়। ১৪টি দলের দলপতিরা এই প্রতিবেদন কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে এর পরিকল্পনা সম্পর্কে অবগত করেন। এ কর্মশালায় প্রথম দলের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা।

অনুরূপ অন্যান্য দলে বিসিএস ক্যাডার ভুক্ত সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,ডাক্তার, ইমাম, সাংবাদিক ও শিক্ষকরা মাদক ব্যবহার রোধে তাদের পরিকল্পনা প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানের পূর্বে  সকালে প্রধান অতিথি হিসেবে ভ্যাচুয়ালে এ কর্মশালা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ । কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন বগুড়া জেলা উপ-পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সহকারি কমিশনার (ভূমি) আজাহার আলী, থানা পুলিশ পরিদর্শক হাসমত-উল্লাহ। কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিচক ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ।

 

উপরে