প্রকাশিত : ২১ জুন, ২০২২ ২২:৪৯

পোরশায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
পোরশায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন।

কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, আদিবাসী নেতার অংশগ্রহণে ৫টি দলে ভাগ হয়ে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক, শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ বিষয়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ এই উদ্যোগের গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের পরামর্শ গ্রহণ করা হয়।

উপরে