প্রকাশিত : ২২ জুন, ২০২২ ২২:২০

শিবগঞ্জে দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা ও অনুদান বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা ও অনুদান বিতরণ

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপ-পরিচালক বগুড়া জেলা সমাজসেবা কার্যালয় আবু সাইদ মোহাম্মদ কাউসার রহমান, বগুড়া জেলা সমাজসেবা কার্যালয় এর সহকারি পরিচালক শফিকুল ইসলাম, মোঃ আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা। প্রশিক্ষণ কর্মশালার পূর্বে সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে বিভিন্ন শ্রেণী পেশার জন সাধারণের মাঝে লক্ষাধিক টাকার অনুদানের অর্থ প্রদান করা হয়। 

উক্ত কর্মশালায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সমন্বয়কারী শেখ মিলন। প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন ইউনিয়ন সমাজ কর্মী ফজলুর রহমান, আনিছুর রহমান, সাবিহা আক্তার, নাছরিন জাহান, সহকারি ইমাম আনিসুর রহমান, কাউন্সিলর ওলেদা বেগম, প্রতিবন্ধী জবে বেগম, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি বাদশা মিয়া, মিন্টু। 

 

উপরে