প্রকাশিত : ২৩ জুন, ২০২২ ২২:৫১

নন্দীগ্রামে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে মত বিনিময়

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
নন্দীগ্রামে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে মত বিনিময়

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পরিষদ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) আবু তাহের মো: মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারন সম্পাদক মেয়র আনিছুর রহমান, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, কৃষি অফিসার আদনান বাবু, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, আবুল কালাম প্রমূখ।

উপরে