নন্দীগ্রামে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে থেকে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনিছুর রহমানের সঞ্চনালয় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা রফিকুল ইসলাম, শফি উদ্দিন, মহসিন আলী, সরফুল হক, স্বপন চন্দ্র, মুকুল হোসেন, মুক্তারিন জাহিদ সরকার, আনন্দ কুমার, মামুনুর রশিদ, শেখ শামিম, ফারুক কামাল, মুক্তার হোসেন বকুল, শাহিরুল ইসলাম, মোরশেদুল বারী, জুলফিকার আলী, মখলেছুর রহমান, মিজানুর রহমান, নিকুঞ্জু চন্দ্র, মোফাজ্জল হোসেন, যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সাঈদ রায়হান মানিক, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক আরাফাত হোসেন, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগের সভাপতি তুহিন আহম্মেদ, সাধারন সম্পাদক সম্পাদক শুভ আহমেদ প্রমূখ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :