পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বগুড়ায় শোভাযাত্রা
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নানা আয়োজন করেছে বগুড়া জেলা প্রশাসন। জেলায় পদ্মা সেতুর এই উদ্বোধন অনুষ্ঠানটি উৎসবে পরিণত হয়েছে।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলতাফুনেচ্ছা খেলার মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মো: জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু উপস্থিত ছিলেন।
এছাড়াও শোভাযাত্রায় সরকারি, বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, শ্রমিক, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বগুড়ার আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক