প্রকাশিত : ২৫ জুন, ২০২২ ২১:২৬

আদমদীঘিতে বিদ্যুৎ স্পর্শ হয়ে রাজ মিস্ত্রীর মৃত্যু

সংবাদদাতা, আদমদীঘি (বগুড়া)
আদমদীঘিতে বিদ্যুৎ স্পর্শ হয়ে রাজ মিস্ত্রীর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে নির্মাণ কাজের জন্য মাপজোখ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে উপজেলার মুরইলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। 

জানা গেছে, নিহত রাজমিস্ত্রি শিমুল (৩২) আদমদীঘির ডহরপুর গ্রামের আবু বক্করের ছেলে। 

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকালে আব্দুর রশিদের তিন তলা বিল্ডিংয়ের কাজ করতে যায় শিমুল। বিল্ডিংয়ের কাজ করার জন্য স্টিলের ফিতা দিয়ে মাপজোখ করার সময় বিল্ডিং ঘেঁষে যাওয়া বিদ্যুতের তারের সাথে ফিতার সংস্পর্শ ঘটলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন তিনি।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক হযরত আলী বলেন, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার ঘেঁষে বাড়ী নির্মাণের সিদ্ধান্ত সঠিক হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপরে