প্রকাশিত : ২৫ জুন, ২০২২ ২২:০৮

বগুড়ায় র‌্যাবের চেকপোস্টে ৪৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় র‌্যাবের চেকপোস্টে ৪৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার
বগুড়া কাহালুতে মাদক বিরোধী অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।
 
শনিবার বেলা ১২ টার দিকে ওই উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দরগাহাট এলাকায় র‌্যাবের চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৫৬১৪) ও গ্রেফতার তিনজনের কাছে থাকা মুঠোফোন উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ মহাদেবপুর উপজেলার চকগোরা গ্রামের রাসেল ইসলাম (২৮) ও একই উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের রায়হান মন্ডল (২৬) ও রাব্বি মন্ডল (২০)। এ দুজন আপন ভাই।
 
এসব তথ্য নিশ্চিত করেন বগুড়ার র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদে জানা যায় কুমিল্লা থেকে নওগাঁগামী একটি ট্রাকে করে তিনজন গাঁজার চালান নিয়ে যাচ্ছেন। এমন সংবাদে কাহালু দরগাহাট এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাসী শুরু করা হয়। তল্লাসীর এক পর্যায়ে ওই ট্রাক থেকে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজনই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়।
উপরে