আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ জুন আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়।
রবিবার বিকালে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, আসিফ মাহমুদ মিল্টন, আবু জাফর মন্ডল, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার, শিবগঞ্জ থানা উপ-পুলিশ পরিদর্শক আইনুল হক, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, শিবগঞ্জ প্রেস ক্লাব সদস্য সোহেল আক্তার মিঠু।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ