সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল ও কলেজে শিশুতোষ শিক্ষামুলক অনুষ্ঠান অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠান শিশু আলাপ অনুষ্ঠিত হয়েছে। শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ গতকাল রোববার ওই অনুষ্ঠনের আয়োজন করে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সৈয়দপুর থেকে প্রকাশিত দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক লায়ন আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল, উপাধ্যক্ষ (কিন্ডারগার্টেন শাখা) জাবেদ আলী শেখ টিটু প্রমুখ।
অনুষ্ঠানের খেলার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক নাজনীন নাহার হেনা।
প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় শিশুতোষ শিক্ষামূলক শিশু আলাপ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্লে শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন।
শেষে প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও তাদের অভিভাবকের হাতে পুরস্কার তুলে দেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: