সৈয়দপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন
নীলফামারীর সৈয়দপুরে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীণ পেঁয়াজ ও রোপা আমন ধানের উফসী জাতের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।
রোববার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওই বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী। কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা সাহা’র সঞ্চালনায় সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আতাউর রহমান, সহকারি কৃষি অফিসার উত্তম কুমার রায়সহ কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীণ পেঁয়াজ আবাদ বৃদ্ধি লক্ষ্যে ও রোপা আমন ধানের উফসী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় গ্রীষ্মকালীণ পেঁয়াজ চাষের জন্য ৩০ জন কৃষককে বীজ ও সার এবং ৫শ’ জন কৃষককে রোপা আমন ধানের উফসী জাতের বীজ ও সার দেয়া হবে। এর মধ্যে উপজেলার কামারপুকুরের ৮৫ জন, কাশিরাম বেলপুকুরে ৮৫ জন, বাঙ্গালীপুরে ৮০ জন, বোতলাগাড়ীতে ৮৫ জন, খাতামধুপুর ইউনিয়নের ৮৫জন এবং পৌরসভা এলাকায় ৮০ জন কৃষক-কৃষাণী রয়েছেন।
প্রতিজন কৃষককে পেয়াজ চাষের জন্য ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি পটাশ, বীজতলা তৈরি, জমি প্রস্তুত,বাঁশ ক্রয়, শ্রমিকের মজুরী খরচ বাবদ বিকাশের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা দেয়া হচ্ছে। সেই সঙ্গে বীজতলার জন্য পলিথিন, সুতলী এবং কীটনাশক প্রদান করা হচ্ছে। আর রোপা আমন আবাদের জন্য প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি পটাশ দেয়া হচ্ছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: