শিবগঞ্জে জমিজমার বিরোধ: বাড়ীতে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের এক অসহায় পরিবারের গৃহ বধুর স্বামীর অনুস্থিতিতে বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে বসত বাড়ী ভাংচুর করে স্বর্ণ অলংকার সহ ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, ২৬ জুন রবিবার ভোর সাড়ে ৪ টার সময় তেলিপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৫৫) ও তার ভাই আব্দুল জলিল, মামুন, বুলু মিয়া, গোলাপ সহ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে শিবগঞ্জ উপজেলার মৃত সমসের আলীর ছেলে আব্দুল মালেক প্রামানিক (৫০) এর বাড়ীতে হামলা চালায়। এসময় আব্দুল মালেক বাড়িতে না থাকায় তার স্ত্রী মোছাঃ খালেদা বেগমকে একা পেয়ে এলোপাথারী ভাবে বেধরক মারপিট করে তার নগদ টাকা, স্বর্ণ অলংকার এবং আসবাবপত্র ভাংচুর করে তার বসত বাড়ীতে অগ্নি সংযোগ করে। মুমূর্ষ আহত অবস্থায় খালেদা বেগমকে এলাকাবাসী উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে সে মুমূর্ষ অবস্থায় শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে খালেদার স্বামী আব্দুল মালেক প্রামানিক জানান, দীর্ঘদিন ধরে এলাকার প্রভাব শালী আবু বক্কর সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের সহিত আমার দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে বিজ্ঞ আদালতে জমি-জমা সংক্রান্ত একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। যাহার নম্বর- ২৭৬পি/২০২২ (শিবগঞ্জ), মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত উক্ত সম্পত্তিতে আইন শৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ও ১৪৫ ধারা দায়ের করে উভয় পক্ষ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যার যে অবস্থায় সম্পত্তি স্থিতি রয়েছে তা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু বিবাদীগণ আইনকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে ২৬ জুন রবিবার ভোর অনুমানিক ৫টায় জোরপূর্বক বেআইনী ভাবে বসত বাড়ীতে হামলা চালিয়ে লুটতারাজ ও অগ্নি সংযোগ করে আমার স্ত্রীকে গুরুত্বর আহত করেন। আমি এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছি। বিষয়টি উর্ধতন কর্র্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে ন্যায় বিচার প্রার্থনা করছি।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দিপক কুমার দাস বলেন, এ ঘটনায় ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ভিক্টিমকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ