পোরশায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
নওগাঁর পোরশায় সহড়ন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামকে অবসরজনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসীদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব কফিল উদ্দীন মন্ডল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউপি সদস্য ময়নুল ইসরাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সহড়ন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক ফজলুর রহমান। সভায় বক্তব্য রাখেন সোমনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফাজ উদ্দীন, বারিন্দা শেখপাড়া মাদ্রাসার প্রভাষক সাইফুল ইসলাম, বড়গ্রাম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আমিন, সহড়ন্দ কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সুবহান ও সাংবাদিক ডিএম রাশেদ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :