সৈয়দপুরে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই কর্মশালার শুভ উদ্বোধন হয়।
কর্মশালার উদ্বোধন করেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোজাম্মেল হক রাসেল। এতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইন।
এ সময় সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পসমূহ নারীর ক্ষমতায়ন, আশ্রায়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও সবার জন্য বিদ্যুৎ প্রসংগগুলো তুলে ধরা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম হুসাইন, নর্দাণ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানীর (নেসকো) সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার নাহিদ বিনতে সাদিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলার একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক ইমরুল কায়েস খাঁ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার। সৈয়দপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন ।
কর্মশালায় সরকারি ও এনজিও কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ ৫০ জন অংশ নেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: