কোরবানী ঈদে লালু ও কালু’র দাম ১৪ লক্ষ টাকা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের নয়ানা মাঝপাড়া গ্রামের সৌখিন খামারী জাফিরুল ইসলাম জাফুর। বিভিন্ন ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা দীর্ঘদিনের। কিন্তু বৈশিক মহামারী করোনা ভাইরাস তার দীর্ঘদিনের ব্যবসার পুজি হারানোর কারণ হয়ে দাড়িয়ে ছিল। করোনার দীর্ঘ ২ বছর তার ব্যবসার সকল পুজি ভাঙ্গিয়ে জীবিকা নির্বাহ করতে করতে তার ব্যবসার মূলধন যখন শেষ পর্যায়ে এসে দাড়ায়। তখন সে নিরুপায় হয়ে সৌখিন খামারী হওয়ার উদ্যোগ গ্রহণ করে। উদ্যাক্ত হয়ে ২টি গরু কিনে মোটা তাজা করণের জন্য লালন পালন শুরু করেন। সখের বসে খামারী হয়ে তিনি এছরও ২টি ষাড় গরু পালন পালন করছে। গরু ২টি’র দাম চেয়েছেন ১৪ লক্ষ টাকা।
জানা যায়, উপজেলার নয়ানা মাঝপাড়া গ্রামের ব্যবসাী জাফিরুল ইসলাম জাফু সখের বসে প্রতি বছর গরু পালন পালন করে থাকেন। এবছর তিনি ৪টি গরু পালন পালন করছে। এদের মধ্যে উল্লেখ যোগ্য শাহীওয়াল জাতের ষাড় লালু, হলিস্টিয়ান ফ্রিজিয়াম জাতের কালু । এবছর পবিত্র কুরবানী উপলক্ষে তার ২টি গরু প্রস্তুত রয়েছে।
ব্যবসায়ী জাফিরুল ইসলাম জাফু বলেন, লালু-৭ লক্ষ এবং কালু ৭ লক্ষ টাকায় তিনি এসব গরুগুলি বিক্রি করতে চান। এবছর গো খাদ্যের দাম বেশী হওয়ায় তার পক্ষে গরুর খামারে গরুর সংখ্যা বাড়ানোর সম্ভব হয়নি। কাঙ্খিত মূল্য পেলে এবারের গরু বিক্রি করে তার খামারের গরুর সংখ্যা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। এব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান বলেন, বগুড়া জেলার মধ্যে শিবগঞ্জ উপজেলা খামারীরা অধিক সংখ্যক সৌখিন গরু কোরবানীর ঈদকে সামনে রেখে লালন পালন করে থাকে। উপজেলা প্রাণী সম্পদ কমপ্লেক্স এর তত্তাবধানে সকল খামারীর গরুর স্বাস্থ্য সুরক্ষা ও মোটা তাজা করণে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়ে থাকে এবং সৌখিন খামারীদের সরকারি প্রনোদনা ও সুদ মুক্ত ঋণ প্রদান করা হয়ে থাকে। আগামী সকল খামারীদের সার্বিক সহযোগীতা প্রদান করা হবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ