প্রকাশিত : ২৮ জুন, ২০২২ ২১:২৬

কিশোরগঞ্জে প্রণোদনার সার ও বীজ বিতরণ

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
কিশোরগঞ্জে প্রণোদনার সার ও বীজ বিতরণ
0

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির বিনামূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রণোদনা কর্মসূচির সার ও বীজ বিতরণের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তুষার কান্তি রায় প্রমুখ। ২০২১-২২ অর্থবছরে খরিফ মৌসুমে রোপা আমন ধানের উফসী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র এবং প্রান্তিক ৮ শ’ কৃষকের মাঝে প্রণোদনার বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।

 

উপরে