শিবগঞ্জে সিসি ঢালাই রাস্তা ও সারফ্রেস ড্রেন উদ্বোধন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউয়িনের ২০২১-২০২২ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল এর আওতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সিসি ঢালাই রাস্তা ও সারফ্রেস ড্রেন উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পিরব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসিফ মাহমুদ মিল্টন। এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের সভাপতি ও পিরব ইউপি সদস মোছাঃ সাহিদা বিবি, ইনছান আলী, ইউপি সচিব খায়রুল আনাম, প্রকল্প গুলি মধ্যে পালিকান্দা রাস্তার চেয়ারম্যানের বাড়ী হইতে কাজীর বাড়ী মুখী রাস্তার সিসি ঢালাই প্রকল্পের বরাদ্দ ৩ লক্ষ ৭৩ হাজার ৯শত টাকা, রাস্তার দৈর্ঘ্য ১২৩.১০০ মিটার প্রস্থ ১.৮৩০ মিটার। পালিকান্দা কাজী বাড়ীর নিকট হইতে লুৎফরের পুকুরমুখী যাওয়ার রাস্তা সিসি ঢালাই প্রকল্পের বরাদ্দ ১ লক্ষ ৭৬ হাজার ৯শত টাকা, দৈর্ঘ্য ৫৭.৭০০ মিটার প্রস্থ ১.৮৩০ মিটার। পালিকান্দা কাজীর বাড়ীর নিকট হইতে লুৎফরের পুকুর মুখী রাস্তায় সারফ্রেস ড্রেন নির্মাণ। প্রকল্পের বরাদ্দ ২ লক্ষ টাকা, দৈর্ঘ্য ৬৯.৭০০ মিটার। নির্মাণ কাজ গুলি সমাপ্ত করেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কথা এন্টারপ্রাইজ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি