সৈয়দপুর পৌরসভার বাজেট ঘোষণা
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২২-২০২৩ইং অর্থবছরের জন্য ১৭১ কোটি ২৮ লাখ চার ১৮২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল তিনটায় পৌরসভা কমিউনিটি সেন্টারে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বাজেট ঘোষণা কর াহয়। বাজেট ঘোষণা করেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান।
ঘোষিত বাজেটে পৌরকর ও রেট থেকে আয় ধরা হয়েছে ১৯ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ৪১১ টাকা। এছাড়া সরকারি অনুদান হিসেবে ১ কোটি লাখ ৬৫ হাজার টাকা, রাজস্ব আয় ৪১ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ১৬৩ টাকা এবং সরকারি- বেসরকারি খাত থেকে সম্ভাব্য আয়সহ মোট আয় দেখানে হয়েছে ১৭১ কোটি ২৮ লাখ চার হাজার ১৮২ টাকা। পক্ষান্তরে বাজেট বেতন ভাতা ৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার ৩০৪ টাকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল নির্মাণে এক কোটি, পৌর ভবন, শিশু পার্ক ও হাট বাজারের জমি ক্রয়ে ১০ কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা সহ মোট ১৭১ কোটি ২৮ লাখ চার হাজার ১৮২ টাকা ব্যয় দেখানে হয়েছে।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে অন্যান্য মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান ও পৌর কাউন্সিলরবৃন্দ।
বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্যানেল মেয়র -১ মো. শাহিন হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামসহ সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: