সৈয়দপুরে শহীদ স্মৃতিস্তম্ভের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মাণাধীন শহীদ স্মৃতিস্তম্ভে কাজ পরিদর্শন করেছেন
নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে তিনি শহরের বিমানবন্দর সড়কে নির্মাণাধীন শহীদ স্মৃতিস্তম্ভের কাজ পরিদর্শনে আসেন।
এ সময় তাকে স্বাগত জানান সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শামীম হুসাইন, সহকারি কমিশনার (ভূমি) মাহ্মাুদুল হাসান,উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদ্জ্জুামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন শহীদ স্মৃতিস্তম্ভ এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলেন।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশ পেয়েছি। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। তাঁদের আত্মত্যাগকে স্মরণীয় রাখতে স্মৃতিস্তম্ভটি অনেক গুরুত্বপূর্ণ। আগামী বিজয় দিবসের আগেই এর সম্পূর্ণ নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে জানান তিনি। এর পাশাপাশি শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় শেখ হাসিনা কালচারাল সেন্টার গড়ে তোলা হবে বলে জানান তিনি। আর এ জন্য সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু জানান, শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ করতে দুইটি প্রকল্পের মাধ্যমে ৪৭ লাখ টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। এর মধ্যে স্মৃতিস্তম্ভের অসমাপ্ত বেদী, অভ্যন্তরীণ রাস্তা, প্রধান ফটক ও সীমানা প্রাচীর রয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইন জানান, শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় একটি পাবলিক লাইব্রেরি ও কেন্দ্রীয় শহীদ মিনারও গড়ে তোলা হবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: