শিবগঞ্জে উপজেলা সহকারী প্রকৌশলীদের সংবর্ধনা প্রদান
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে পদোন্নতি প্রাপ্ত নবাগত সহকারী প্রকৌশলী মুঞ্জুরুল আলমকে সংবর্ধনা ও সহকারী প্রকৌশলী আব্দুল মজিদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিদুল ইসলাম, মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা, উপ-সহকারী প্রকৌশলী আনসার হোসেন, সুলতানা রেজা, শিবগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি সোহেল আক্তার মিঠু, ঠিকাদার নাজমুল হক মিঠু, আফসার আলী, মফিজ উদ্দিন, অফিস সহকারী মেজবাউল করিম, হিসাব সহকারী মর্জিনা খাতুন, সার্ভেয়ার বনি আমিন।

নিজস্ব প্রতিবেদক