পোরশায় সাঁওতাল বিদ্রোহ ও সিদুকানু দিবস পালন
নওগাঁর পোরশায় আদিবাসীদের ১৬৭তম সাঁওতাল বিদ্রোহ ও সিদুকানু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার আয়োজনে সারাইগাছী মন্দির প্রাঙ্গনে সাঁওতাল বিদ্রোহ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ধীরেন লাকড়া। সংগঠনের সাধারন সম্পাদক আইচন পাহানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সদস্য সচিব মহেন্দ্র পাহান, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র মুন্ডা ও নারী নেত্রী মালতি এক্কা।
অপরদিকে উপজেলার তেঁতুলিয়া কাঠপুকুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠনের উপজেলা শাখার আয়োজনে সিদুকানু দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবলু উরাঁও। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য নিমশ্বরী রানী, সংগঠনের সহসভাপতি ভোলানাথ সরকার ও কর্ণেল হাস্দা, সাধারন সম্পাদক রামলাল কেরকাটা, সাংগঠনিক সম্পাদক শিমন তির্কী। সভায় বিভিন্ন এলাকার আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :