পার্বতীপুরে রাস্তা ধ্বসে গমবাহী ট্রাক পুকুরে,২ শ' ৫০ বস্তা গম পানিতে নিমজ্জিত
দিনাজপুরের পার্বতীপুরে রাস্তা ধ্বসে একটি চলন্ত গমবাহী ট্রাক রাস্তার পাশের পুকুরে উল্টে পড়েেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকে থাকা ২ শ' ৫০ বস্তা গম পানিতে নিমজ্জিত হয়। বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে পার্বতীপুর উপজেলা শহরের অদুরে হলদীবাড়ী রেলওয়ে গেট সংলগ্ন এলাকার রাস্তায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, সৈয়দপুর থেকে ফুলবাড়ী অভিমুখী গম বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৬-১১৩৬) হলদীবাড়ী রেলওয়ে গেট সংলগ্ন এলাকার হলদীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়। রাস্তা ধ্বসে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষ দর্শীরা জানায়। তারা আরো জানায় রাস্তাটি কম চওড়া হওয়ায় ট্রাকটি অন্য আরেকটি তেলবাহী গাড়ী কে সাইড দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকে থাকা ২শ' ৫০ বস্তা গম পানিতে নিমজ্জিত হয়।
উল্লেখ্য যে, পার্বতীপুর উপজেলা শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকার ব্যস্ততম একটি সড়কের কালভার্ট ধ্বসে পড়ায় গত এক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকার যানবাহন শহরের পুরাতন বাজার থেকে হলদীবাড়ী রেলওয়ে গেটের কম চওড়ার পাকা রাস্তা ব্যবহার করছে। ফলে রাস্তাটি বিনষ্ট হচ্ছে ও দূর্ঘটনা ঘটনা ঘটছে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ